পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে শুরু হতে চলেছে বিনামূল্যে ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশিক্ষণ। রাজ্যের তপশিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত মেধাবী এবং গরিব পরিবারের ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পাবে। সারা রাজ্য জুড়ে মোট ৩৬টি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ দেওয়া হবে।


আবেদনের শেষ তারিখ ২৭/০৮/২০২২

এখানে মূলত ২০২৩ সালের জেইই / ডব্লুই বি জেইই / নীট (JEE / WB JEE / NEET) এই পরীক্ষাগুলির জন্যই কোচিং করানো হবে।
সাধারনত রাজ্য বা কেন্দ্রীয় স্তরে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা হিসাবে এই পরীক্ষাগুলি নেওয়া হয়।



এবার দেখে নেওয়া যাক কারা এই কোচিং পাওয়ার জন্য আবেদন করতে পারবে:

১। ছাত্র-ছাত্রীদের অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। এস সি (SC) ছাত্র-ছাত্রীদের ৬০% এবং এস টি (ST) ছাত্র-ছাত্রীদের ৫০% নম্বর পেয়ে পাস করতে হবে।
৩। দ্বাদশ শ্রেণী (Class XII) বিজ্ঞান বিভাগ এবং স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠরত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
৪। আবেদনকারির বার্ষিক পারিবারিক আয় ৩ লাখ টাকার নীচে হতে হবে।
৫। ছাত্র-ছাত্রীদের তপশিলী জাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হতে হবে।
৬। ০৫/০৮/২০২২ থেকে ২৭/০৮/২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে।

আবেদনপত্র প্রশিক্ষণ কেন্দ্রে পাওয়া যাবে। এছাড়াও নিম্নলিখিত ওয়েবসাইট দুটিতেও আবেদনপত্র পাওয়া যাবে।
১। www.anagrasarkalyan.gov.in
২। www.wbbcdev.gov.in

অথবা অনলাইন আবেদনের জন্য দেখুন নীচের ওয়েবসাইটটি
www.wbbcdev.gov.in

এবার দেখে নিন প্রশিক্ষণ কেন্দ্রের নামগুলি




 

 

 

 

 বিশদে জানতে CLICK HERE